আগরতলা, ১৯ নভেম্বর : জাতীয় সেবা প্রকল্প সখিচরণ বিদ্যা নিকেতনে এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ স্বাস্থ্য শিবির। সমাজ সেবার দৃষ্টান্ত স্থাপন করতে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং কর্পোরেটর রত্না দত্ত সহ বিশিষ্ট সমাজ সেবকগণ।
রাজধানী আগরতলায় সখিচরণ বিদ্যা নিকেতনে বিশেষ স্বাস্থ্য শিবির উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শিবিরে উপস্থিত সকল অতিথিরা সখিচরণ বিদ্যা নিকেতনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এনএসএস ইউনিটের এই উদ্যোগের প্রশংসা করে মেয়র বলেন, রক্তদান সমাজসেবার ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করে। রক্তদানের মাধ্যমে একজনের জীবন বাঁচানো যায়। তাই এই রক্তদান কর্মসূচি পালন প্রশংসনীয়। পাশাপাশি তিনি উপস্থিত সকল স্বাস্থ্য কর্মীদের এবং অন্যান্য সহযোগীদের ধন্যবাদ জানিয়েছেন।