আহমেদাবাদ-উদয়পুর হাইওয়েতে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

আহমেদাবাদ, ১৫ নভেম্বর (হি. স.) : গুজরাটের আরাবল্লী জেলার গালাদার গ্রামের কাছে শুক্রবার আহমেদাবাদ-উদয়পুর হাইওয়েতে পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মহিলা, দুই পুরুষ ও দুই শিশু রয়েছে।

জেলার তিনতোই থানার পুলিশ জানিয়েছে, গালাদার গ্রামের কাছে আহমেদাবাদ-উদয়পুর জাতীয় সড়কে শামলাজি মন্দির দর্শন করে ফিরে আসা পরিবারটি দুর্ঘটনার শিকার হয়েছিল। এতে গাড়িতে থাকা ৫ জনেরই মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি জাতীয় সড়ক সেতু থেকে প্রায় ৩৫ ফুট দূরে পড়ে যায়। গাড়ির যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় নিহতরা খেদা জেলার দন্তলী গ্রামের বাসিন্দা।

গ্রামবাসী হরেন্দ্র রাঠোড জানান, শামলাজি থেকে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন একই পরিবারের ৫ জন। মৃতরা হলেন খেদা জেলার দন্তলি গ্রামের বাসিন্দা অতুলভাই প্যাটেল (৪৫), রীতাবেন গোস্বামী (৩৫), মীনাবেন গোস্বামী (১৫), অক্ষয়কুমার গোস্বামী (৯) এবং রসিকভাই পারমার (৩২)।