আগরতলা, ১৩ নভেম্বর : টিটি সেজে ট্রেনে টিকিট পরীক্ষায় পুলিশের জালে ধরা পড়েছে এক যুবক। বুধবার ধর্মনগর থেকে আগরতলাগামী ট্রেনে ওই ভুয়া টিটিকে গ্রেফতার করেছে মনু জিআরপি থানার পুলিশ। তার নাম হোসেন আলি। তাঁর বাড়ি কৈলাসহরের দেওরাছড়া এলাকায়। তাঁর দাবি, স্যোসাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে একটি চক্র তাকে টিটির চাকরিতে যোগদান করিয়েছে। টিটির ড্রেস, নেমপ্লেট, ডায়েরি সবকিছুই সেই চক্রের মাধ্যমে সে পেয়েছে।
প্রসঙ্গত, টিটির মত কাপড় পরে যাত্রীদের টিকেট পরীক্ষা করতে ট্রেনে উঠেছিল সেই যুবক। কিছু যাত্রীর কাছে টিকেট না থাকায় তাদের কাছ থেকে জরিমানা আদায় করেছে সে। কিন্তু কোনো রশিদ না দেওয়ায় সন্দেহ হয় যাত্রীদের। মনু স্টেশনে এসে জিআরপি থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হয়। তারপর সেই ভুয়ো টিটিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ওই যুবকের বাড়ি কৈলাসহর। আজ থেকে সেই এই কাজ শুরু করেছিল। টিটির কাজ শুরু করার বিষয়ে ওই যুবক জানিয়েছে, স্যোসাল মিডিয়ার মাধ্যমে তাঁর সাথে যোগাযোগ করে তাঁকে এই চাকরি দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, কুচক্রীদের ফাঁদে পড়ে সে এই কাজ শুরু করেছে। এমনকি টিটির ড্রেস, নেমপ্লেট, ডায়েরি সবকিছুই তাঁকে কাজ শুরু করার জন্য দেওয়া হয়েছে বলেও সে দাবি করেছে। জিআরপি থানার পুলিশ এই বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে।