আগরতলা, ১৩ নভেম্বর: বাম ও কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শ্যামহরি শর্মা। তাঁর আত্মবলিদানের কারণে ত্রিপুরায় বিজেপি সরকার পরিচালিত হচ্ছে। আজ শ্যামহরি শর্মার বলিদান দিবসে বিরোধীদের নিশানা করে একথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।
আজ বনমালীপুর মন্ডলের অন্তর্গত লালবাহাদুর চৌমুহনিতে বিজেপি ত্রিপুরার প্রাণপুরুষ তথা বরিষ্ঠ নেতৃত্ব স্বর্গীয় শ্যামহরি শর্মার বলিদান দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।এদিন শ্রী ভট্টাচার্য্য বলেন, শ্যামহরি শর্মা ভারতীয় জনতা পার্টির প্রথম নেতৃত্ব ছিলেন। তার দিশায় বিজেপি আগামী দিনে এগিয়ে গিয়েছে। তিনিই প্রথম দুষ্কৃতকারীদের হাতে নিহত হয়েছিলেন। ১৯৯১ সালে ১৩ নভেম্বর রাতে লালবাহাদুর চৌমুহনিতে তাঁর মৃত্যু হয়েছিল। তৎকালীন সময়ে বাম ও কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শ্যামহরি শর্মা।