চামোলি, ১৩ নভেম্বর (হি.স.): ইতিমধ্যেই কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। আগামী ১৭ নভেম্বর বন্ধ হতে চলেছে বদ্রীনাথ মন্দির। তার আগে বুধবার বদ্রীনাথ মন্দিরে পুজো দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বুধবার সকালেই উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ মন্দিরে পৌঁছন ধামি। যথোচিত ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে বাবা বদ্রী বিশালের পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, “চারধাম যাত্রা শেষ পর্যায়ে, সকলেই অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। বদ্রীনাথ মন্দিরের দরজা বন্ধ হতে এখনও ৪ দিন বাকি, তবুও প্রচুর সংখ্যক ভক্ত এখানে আসছেন, ভগবান বদ্রী বিশালের দর্শন পেতে।”