BRAKING NEWS

বিজেপি বিভাজনের রাজনীতি করে চলেছে, তার বিরুদ্ধে প্রতিবাদেই কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে: কংগ্রেস

আগরতলা, ১৩ নভেম্বর : বর্তমান সরকার বিভাজনের রাজনীতি করে চলেছে। হিন্দু মুসলিম, জাতি উপজাতি, বাঙালি ও অবাঙালি এসব বিভাজন করে রাজনীতি করার যে  প্রয়াস নেওয়া হচ্ছে তার প্রতিবাদেই কংগ্রেস রাজ্যে এই সংহতি পদযাত্রা সংঘটিত করছে। বুধবার সংহতি পদযাত্রা থেকে এই কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা।

বড়জলা বিধানসভা এলাকায় কংগ্রেসের উদ্যোগে বুধবার সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়। সংগতি পদযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস থেকে কংগ্রেসের উদ্যোগে রাজ্যে শুরু হয়েছে সংহতি পদযাত্রা। রাজ্যব্যাপী এই সংহতি পদযাত্রা চলবে আগামী ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিন পর্যন্ত। প্রতিটি বিধানসভা কেন্দ্রে জেলা কংগ্রেসের উদ্যোগে এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার সদর  জেলা কংগ্রেসের উদ্যোগে বড়জলা বিধানসভা কেন্দ্রে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সংহতি পদযাত্রার পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন বর্তমান সরকার বিভাজনের রাজনীতি করে চলেছে। হিন্দু মুসলিম, জাতি উপজাতি ,বাঙালি ও অবাঙালি এসব বিভাজন করে রাজনীতি করার যে  প্রয়াস নেওয়া হচ্ছে তার প্রতিবাদেই কংগ্রেস রাজ্যে  এই সংহতি পদযাত্রা সংঘটিত করছে বলে তিনি জানান।

এদিন সংহতি যাত্রায় অংশগ্রহণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন রাজ্যে বর্তমানে আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই। একের পর এক নারী নির্যাতন ধর্ষণ ও হিংসাত্মক কার্যকলাপ অব্যাহত রয়েছে। সরকার এসব বিষয়ে কঠোর কোন পদক্ষেপ গ্রহণ করছে না। আইনশৃঙ্খলা ইস্যুতে সরকারের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সরকারের এ ধরনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের শামিল হতে শান্তি কামে সকল অংশের জনগণের প্রতি তিনি আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *