তুর্কি, ১২ নভেম্বর (হি.স.): ২০২৩ -এর ডিসেম্বরে তুর্কি সুপার লিগে সায়কুর রিজেসপরের বিপক্ষে আংকারাগুজুর ১-১ ড্র হওয়ার পর রেফারিকে শারীরিক আক্রমণ করার অপরাধে বড় শাস্তি পেলেন আংকারাগুজুর প্রাক্তন সভাপতি ফারুক কোচা। সোমবার সাড়ে তিন বছরের বেশি সময়ের কারাদণ্ড তাকে দিয়েছে তুরস্কের একটি আদালত।
ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে সমতা ফেরার পর। শেষ বাঁশি বাজার পরই মাঠে ছুটে গিয়ে রেফারি উমুত মেলেরের মুখে ঘুষি মারেন কোচা। কোচার পাশাপাশি আরও অনেকের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া রেফারিকে লাথিও মারা হয়। ইচ্ছাকৃতভাবে একজন আধিকারিককে আহত করার জন্য সোমবার আংকারার আদালত কোচাকে দোষী সাব্যস্ত করে ৩ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছে।