শান্তিরবাজার, ১২ নভেম্বর: মজুরি বৃদ্ধির দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন ওএনজিসির শ্রমিকরা। আজ সকাল থেকেই তাঁরা কর্মবিরতীতে নেমেছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বাইখোড়া থানার পুলিশ।
ঘটনার বিবরন জানা গিয়েছে, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এলাকায় ওএনজিসির বোম ফাঁটানোর কাজ চলছে। এই কাজে প্রায় ৬০০ শ্রমিক কাজে নিযুক্ত রয়েছেন। শ্রমিকদের অভিযোগ, কাজে যোগদান করার পূর্বে এগ্রিমেন্ট করা হয়েছে শ্রমিকদের ৫৮০ টাকা মজুরি ও সপ্তাহে একদিন ছুটি দেওয়া হবে। কিন্তু দেখা যায় দীর্ঘ দিন কাজ করার পর শ্রমিকদের দৈনিক ৪০০ টাকা মজুরি দেওয়াহ চ্ছে এবং সপ্তাহে একদিন ছুটি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।এই নিয়ে শ্রমিকরা মঙ্গলবার সকলে আন্দোলনে সামিল হয়ে কর্মবিরতির ডাক দেয়। সকলের দাবি শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করে দিতে হবে। তা নাহলে সকলে অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতিতে সামিল হবেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বাইখোড়া থানার পুলিশ।
তথাকথিক বর্তমান সময়ে শ্রমিক দরদী ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের দাবি নিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। জানা যায় এই অর্থ থেকে মোটা অঙ্কের অর্থ শান্তির বাজার শ্রমিক সংগঠনের দুইজন নেতৃত্বের পকেটে যাচ্ছেন। তারা ওই কাজের সঙ্গে জরিত বলে জানা যায়। ভারতীয় মজদুর সংঘ সর্বদা শ্রমিকদের স্বার্থে কাজ করতে দেখা গেলেও কয়েকজন নেতৃত্ব অর্থের লোভে নিজেদের বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ

