সন্ত্ৰাসী আল-কায়েদাকে অর্থায়নকারীর সন্ধানে অসমের সামাগুড়িতে এনআইএ-অভিযান

গুয়াহাটি, ১২ নভেম্বর (হি.স.) : অসমের নগাঁও জেলার অন্তর্গত সামাগুড়িতে সন্ত্ৰাসী সংগঠন আল-কায়েদাকে অর্থায়নকারীর সন্ধানে অভিযান চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এদিকে আগামীকাল সামাগুড়ি আসনে রাজ্য বিধানসভার উপনির্বাচন। উপনির্বাচনের প্রাক-মুহূর্তে এনআইএ-র অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের পাকড়াও করতে ছয়টি রাজ্যে একযোগে অভিযান পরিচালনা করছে এনআইএ। এরই অঙ্গ হিসেবে অসমের সামাগুড়িতে সন্ত্রাসী অর্থায়ন নেটওয়ার্কের সন্ধানে তদন্তকারী সংস্থার একটি দল এসেছে।

প্ৰসঙ্গত, এই অভিযান অসম সহ জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক এবং ত্রিপুরা চালানো হচ্ছে। কেননা, এনআইএ আল-কায়েদার সহযোগীদের নেটওয়াৰ্ক ভেঙে সম্ভাব্য হুমকির মোকাবিলা করতে চায়৷