নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১১ নভেম্বর:
সোমবার জাতীয় শিক্ষা দিবসে দক্ষিণ ত্রিপুরার অধীনে সমস্ত শিক্ষক এবং ছাত্রদের দ্বারা তামাক নিয়ন্ত্রণের বিষয়ে একটি গণসচেতনতা এবং ” তামাকমুক্ত প্রতিশ্রুতি” নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে সফলভাবে জাতীয় শিক্ষা দিবস পালিত হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস এবং জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার এর জন্য সমস্ত স্কুল পরিচালনা ইউনিটকে ধন্যবাদ জানান।
একই দিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণ এবং COTPA 2003 আইনের উপর দক্ষিণ জেলার বিভিন্ন বাজার এবং আশেপাশের স্কুল এলাকায় তামাকমুক্ত যুব অভিযান ২.০ মাইকিং সচেতনতা শুরু করেছে যা পরের ৭ দিন পরপর চলবে। তামাক আইনের ধারা ৪ অর্থাৎ পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। তামাক আইনের ৬(এ)অর্থাৎ আঠারো বছরের কম বয়সী যেকোনো ব্যক্তির কাছে সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ এবং ধারা ৬(বি) অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধকরার বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে।