কুপওয়ারা, ১২ নভেম্বর (হি.স.): মঙ্গলবার কুপওয়ারা জেলার নাঙ্গমার্গ এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়।
জানা গেছে, পুলিশ এবং সেনাবাহিনী বান্দিপোরায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযান চলাকালীন নাঙ্গমার্গ এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে আসতে দেখে গুলি চালায়। গুলিতেই তার জবাব দেয় নিরাপত্তা বাহিনী। শেষ পাওয়া খবর, উভয় পক্ষের মধ্যেই গুলিবর্ষণ চলছে। জানা যাচ্ছে, ওই এলাকায় দুজন জঙ্গি লুকিয়ে আছে।

