আগরতলা, ১২ নভেম্বর : ভুল ট্রেনে উঠে পড়ায় নেমে যাওয়ার উদ্দেশ্যে চলতি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আহত হন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ধর্মনগর রেল স্টেশনে। নিরাপত্তা রক্ষীদের তৎপরায় আহত মহিলাকে চিকিৎসার জন্য
নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে জানা যায়, আগরতলায় আরালিয়ার ঋষিদাস কলোনি এলাকায় বাসিন্দা সুচিত্রা ঋষিদাস ধর্মনগর রেল স্টেশন থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছিলেন। তখন স্টেশনে একটি ট্রেন আসলে তিনি তাতে উঠে যান। উঠার পর তিনি আশেপাশের মানুষের সাথে কথা বলে বুঝতে পারেন যে তিনি ভুল ট্রেনে উঠে পড়েছেন। তিনি ভুল করে আগরতলাগামী ট্রেনে না উঠে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা ট্রেনে উঠে পড়েছিলেন। কিন্তু ততক্ষণে ট্রেন চলতে শুরু করে দিয়েছিল। তিনি তড়িঘড়ি করে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আহত হন।
রেল পুলিশ জানিয়েছে, জিআরপি পুলিশ এর তিনজন কর্মী মহিলাকে ঝাঁপ দেওয়ার বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে আসে এবং তাকে ট্রেন থেকে সরিয়ে আনে। নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সেই মহিলা।
জিআরপি পুলিশ কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানায় রেল পুলিশ।