নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী পলক গুলিয়া শনিবার রাতে তুঘলকাবাদের ডক্টর কর্নি সিং রেঞ্জে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শ্যুটিং চ্যাম্পিয়নশিপে চাইনিজ তাইপের হেং-ইউ লিউ-এর কাছে ০.৩ পয়েন্টে হেরে মহিলাদের এয়ার পিস্তলে সোনার পদক মিস করেছেন।
আরশদীপ কৌর এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। আকাশ ভরদ্বাজ পুরুষদের এয়ার পিস্তলে রুপো জিতেছেন, কারণ তিনি চেক প্রজাতন্ত্রের যোগ্যতা শীর্ষক পাভেল শেজবালের কাছে এক পয়েন্টে পরাজিত হয়েছেন। সম্রাট রানা এবং অমিত শর্মাও ফাইনালে উঠেছিলেন কিন্তু পদক জিততে পারেননি।
ফলাফল:
১০ মিটার এয়ার পিস্তল: পুরুষ:
পাভেল শেজবাল (চেক) ২৩৯.৮(৫৮৬),
আকাশ ভরদ্বাজ ২৩৮.৮ (৫৭৯),
ফিলিপ ওয়াগনার (পোল) ২১৮.৪ (৫৭৪),
অমিত শর্মা ১৫৫.৬ (৫৭৬), সম্রাট রানা ১৩৫.৮ (৫৭৭)।
মহিলা:
হেং-ইউ লিউ ২৩৯.৪ (৫৭৪), পলক গুলিয়া ২৩৯.১ (৫৭৩), আরশদীপ কৌর ২১৯.o (৫৭৪),
সায়নাম ১৫৬.৪ (৫৭৬)।