নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): কানাডায় কখনও হিন্দু মন্দিরে হামলা, কখনও আবার প্রবাসীদের ওপর হামলা। এই সমস্ত ঘটনা নিয়ে এবার প্রতিবাদে নামলেন শিখ সংগঠনের সদস্যরা।
জানা যাচ্ছে, রবিবার হিন্দু শিখ গ্লোবাল ফোরামের পক্ষ থেকে দিল্লিতে কানাডার হাই কমিশনে অভিযান সংগঠিত করে এই সংগঠনের সদস্যরা। তবে তিন মুর্তি মার্গের সামনে পুলিশের ব্যারিকেডে আটকে যান তাঁরা। এরপরেই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বচসা হয়। তারপর তাঁরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। যদিও গোটা এলাকা পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়।