নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): নভেম্বরের শুরু থেকেই দিল্লির বাতাসের গুণমান আরও পড়তে শুরু করেছে। রবিবার সকালেও বদল হলো না সেই ছবির। ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল দিল্লির বাতাস। দিল্লির এই খারাপ আবহাওয়ায় অস্বস্তি বোধ করছেন রাজধানীর বাসিন্দারা। সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্টের মতো সমস্যা হচ্ছে।
এদিন সকালে ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে দৃশ্যমানতাও কমেছে। শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। যদিও দিল্লি সরকার দূষণ রোধের জন্য আগেভাগেই সব রকম প্রস্তুতি নিয়েছে বলে দাবি। দিল্লি পুরনিগমের পাশাপাশি দূষণ রোধে উদ্যোগী হয়েছে এনসিআরটিসি এবং দিল্লি মেট্রোও।