নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): গুরুনানক জয়ন্তী উপলক্ষ্যে ৩ হাজার ভারতীয় শিখ তীর্থযাত্রীকে ভিসা দিয়েছে পাকিস্তান। নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, ১৫ নভেম্বর গুরুনানকের ৫৫৪তম জন্মবার্ষিকী। ১৪ থেকে ২৩ নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা গুরুনানক জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকে ৩ হাজারেরও বেশি শিখ তীর্থযাত্রীদের ভিসা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৯৭৪ সাল থেকে পাকিস্তান এবং ভারতের মধ্যে চুক্তি অনুযায়ী পাকিস্তান ধর্মীয় তীর্থস্থানগুলি দর্শনের জন্য ভিসা দেয়। তীর্থযাত্রীরা পাকিস্তানের ডেরা সাহিব, পাঞ্জা সাহিব, নানকানা সাহিব এবং কর্তারপুর সাহিব যান দর্শনের জন্য।