নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১০ নভেম্বর:
কমলপুর নজরুল ভবনে ন্যাশনাল কো অপারেটিভ ডেভোলপমেন্ট কোপারেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সমপদা যোজনার আর্থিক সহায়তা ধলাই জেলা ভিত্তিক মৎস্য উৎপাদক বেনিফিশিয়ারিদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
কমলপুরে রবিবার মৎস্য চাষীদের নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, কো অপারেটিভ সোসাইটি রেজিষ্টার দশরথ দেববর্মা, কমলপুর এফ পি ও সভাপতি পিন্টু শর্মা প্রমুখ।
এদিন সচেতনতা শিবিরে জেলার আড়াইশো বেনিফিশিয়ারি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া বলেন, কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ দায়িত্ব পাওয়ার পর সমবায়ের মাধ্যমে কিভাবে মৎস্যজীবীদের স্বয়ংসম্পূর্ণতা করা যায় তার চেষ্টা করছেন। রাজ্য সরকার মৎস্য চাষে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে বেনিফিশারীদের সচেতনতার মাধ্যমে প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মনোজ কান্তি দেব।