বিহারে নদীতে ডুবে কিশোরের মৃত্যু 

 বিহার শরীফ, ১০ নভেম্বর (হি. স.) :  বিহারের নালন্দা জেলার আস্তাওয়ান থানার অন্তর্গত কুম্ভরী নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।  নিহত বাবলু কুমার আস্তাওয়ান গ্রামের বাসিন্দা। 

গ্রামবাসীরা জানান, শনিবার সকালে সে গবাদি পশুদের স্নান করানোর জন্য নদীর দিকে গিয়েছিল, সেখানে হাত-পা ধোয়ার সময় জলের প্রবল স্রোতে ভেসে গিয়ে গভীর জলে তলিয়ে যায়।  ঘটনাটি দেখে ক্ষেতে কাজ করা শ্রমিকরা ওই কিশোরকে নদী থেকে উদ্ধার করে আনে , কিন্তু ততক্ষণে সে ডুবে মারা যায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহারশরীফ সদর হাসপাতালে পাঠায়।