অনূর্ধ্ব -১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ, ৩০ নভেম্বর ভারত-পাকিস্তান খেলবে

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.) : শুক্রবার রাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। তাদের অপর দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী ও জাপান। ২৯ নভেম্বর দুবাইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১১–তম আসরের। পরের দিন একই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচ শেষে উভয় গ্রুপের (‘এ’ এবং ‘বি’) সেরা দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ৬ ডিসেম্বর শেষ চারের দুই ম্যাচ শেষে, একদিন বিরতি দিয়ে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। সবশেষ আসরে গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। বয়স ভিত্তিক এ আসরে সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন ভারত।