আচমকাই গাড়িতে আগুন, পুড়ে ছাই দোকান

আগরতলা, ৯ নভেম্বর: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা অগ্নিকান্ডে পুড়ে ছাই গেছে দোকান। আজ সকালে কর্ণেল চৌমুহনী এলাকায় ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দীর্ঘ প্রচেষ্টা পর আগুন নিয়ন্ত্রণ আসে। ওই অগ্নিকাণ্ডে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক দীপক চক্রবর্তী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে কর্ণেল চৌমুহনীতে হঠাৎ গাড়ি নষ্ট হওয়ার ঠিক করার জন্য একটি দোকানের সামনে রেখেছিলেন চালক। আচমকাই গাড়িতে আগুন লেগে যায়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকানে পুড়ে ছাই হয়ে গেছে। সাথে সাথে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দমকলকর্মীদের খবর দিয়েছেন। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই অগ্নিকাণ্ডে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক দীপক চক্রবর্তী।