রাঁচি, ৯ নভেম্বর (হি.স.) : আর মাত্র কয়েকদিন পরই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনী প্রচার। ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে একের পর এক জনসভা করছেন বিজেপির শীর্ষ নেতারা। শনিবার ঝাড়খণ্ডের ভারকুণ্ডায় নির্বাচনী জনসভা করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কংগ্রেসের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, “কংগ্রেস ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করে এবং ‘নফরত কি দুকান’ খুলেছে। রাহুল গান্ধী দেশকে বিভক্ত করার চেষ্টা করছেন। অন্য দেশে গেলে তিনি ভারতকে অপমান করেন। তিনি এখানে অন্য কিছু বলেন, কিন্তু আমেরিকায় গেলে দেশে সংরক্ষণ বাতিলের কথা বলেন।”
ঝাড়খণ্ডের জনগণকে একগুচ্ছ আশ্বাস দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং।
তিনি ঝাড়খণ্ডের খুন্তির নির্বাচনী জনসভায় এদিন বলেছেন, “বছরে দু’টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। ২,২৭,০০০ সরকারি পদ স্বচ্ছতার সঙ্গে পূরণ করা হবে। প্রতি মাসে ২০০০ টাকা ২ বছরের জন্য বেকার গ্র্যাজুয়েটদের অ্যাকাউন্টে জমা করা হবে, যাতে তাঁরা চাকরি খুঁজে পেতে পারে।”