আগরতলা, ৯ নভেম্বর: উশৃঙ্খল মহিলার দায়ের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন আরেক মহিলা। ওই ঘটনায় বারুইপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী সময়ে আহত মহিলার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, বারুইপাড়া এলাকায় কল্যাণী ঘোষ নামে এক মহিলার তান্ডবে দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাবাসীরা অতিষ্ঠ ছিলেন। কল্যাণী কোন কারণ ছাড়াই এলাকার মহিলাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ। এভাবেই শনিবার সকালে ওই এলাকার বাসুদেব দত্ত’র স্ত্রী শতু সাহা দত্ত দোকানে যাওয়ার জন্য বের হয়েছিলেন। তিনি কল্যাণী ঘোষের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কল্যাণী ঘোষ হাতে ধারালো দা নিয়ে শতু সাহা দত্ত’র মাথায় আঘাত করে বলে অভিযোগ। ঘটনায় আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই শতু সাহা দত্ত মাটিতে লুটিয়ে পড়েন।
এদিকে, স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত অবস্থা দেখে খবর দিয়েছে আমতলী থানায়। আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে কল্যাণী ঘোষ সহ ধারালো দা- টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে আহত মহিলার স্বামী বাসুদেব দত্ত আমতলী থানায় অভিযুক্ত কল্যাণী ঘোষের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেছেন। আমতলী থানার পুলিশ এই ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে। শনিবার বিকেলে অভিযুক্ত কল্যাণী ঘোষকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ধরনের ঘটনায় আমতলী বারুইপাড়া এলাকার লোকজন পুলিশের কাছে অভিযুক্ত কল্যাণী ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।