কংগ্রেস ও জেএমএম সরকার সমগ্র দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত : অমিত শাহ 

হাজারীবাগ, ৯ নভেম্বর (হি.স.): কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-কে একযোগে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শনিবার ঝাড়খণ্ডের হাজারীবাগে এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, “কংগ্রেস ও জেএমএম সরকার সমগ্র দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। এটা বদলানো দরকার।”

জনগণের উদ্দেশ্যে অমিত শাহের আর্জি, “এই দুর্নীতি বন্ধ করতে চাইলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস সরকারকে উপড়ে ফেলুন। যারা আপনাদের টাকা চুরি করেছে তাদের রেহাই দেওয়া হবে না।”

অমিত শাহ আরও বলেছেন, “যে কংগ্রেস দল গরিবদের কথা বলে, তারা এখনও পর্যন্ত গরিবের জন্য কিছুই করেনি, জেএমএমও কিছু করেনি।১০ বছরে, মোদীজি দরিদ্রদের স্থায়ী ঘর দিয়েছেন, জল, গ্যাস সিলিন্ডার, টয়লেট এবং ৫ কেজি গম এবং চাল বিনামূল্যে দিয়েছেন।” শাহ আরও বলেছেন, “রাহুল বাবা আমেরিকায় গিয়েছিলেন, সেখানে ইংরেজিতে কথা বলার সময় তিনি বলেছিলেন এই দেশে এখন আর সংরক্ষণের প্রয়োজন নেই। এখন তিনি সমস্ত সীমা অতিক্রম করেছেন, এখন মহারাষ্ট্রের উলেমা-ই-হিন্দ জনতা তাঁকে একটি স্মারকলিপি দিয়েছে, যাতে বলা হয়েছিল, এই দেশের সংখ্যালঘুদের, মুসলমানদের ১০ শতাংশ সংরক্ষণ দিন। আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষণের অনুমতি দেয় না। কিন্তু এই কংগ্রেস এবং জেএমএম লোকজন নিজেদের ভোটব্যাঙ্কের জন্য মুসলমানদের সংরক্ষণ করতে চায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *