BRAKING NEWS

যুব সমাজের মধ্যে শৃঙ্খলাবোধ ও দেশাত্ববোধ গড়ে তুলতে খেলাধুলা উল্লেখযোগ্য ভূমিকা রাখে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ নভেম্বর: সুস্থ থাকতে শরীরচর্চা ও খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে সর্বনাশা নেশার করাল গ্রাস থেকে যুবশক্তিকে রক্ষা করতে খেলাধুলা এক অন্যতম মাধ্যম। যুব সমাজের মধ্যে শৃঙ্খলাবোধ ও দেশাত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলা উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

শুক্রবার সিপাহীজলা জেলার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন মধুপুর দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে কসবেশ্বরী নক্ আউট ফুটবল টুর্নামেন্ট এবং ইনডোর জিমের উদ্বোধন করে এই গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মধুপুর প্লে সেন্টারের পাশেই জিম সেন্টারের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

পরে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় যুব শক্তির উপর গুরুত্ব তুলে ধরেছেন। যুব শক্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু শারীরিক দিক দিয়ে নয়, মানসিকভাবেও যুব শক্তিকে আরো শক্তিশালী করতে হবে। আর এটা তখনই সম্ভব হবে যখন তারা খেলাধুলার সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকবে। ক্রীড়া ক্ষেত্রে ত্রিপুরার যথেষ্ট নাম রয়েছে। ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ৭টি সিন্থেটিক ফুটবল মাঠ গড়ে তোলা হয়েছে। আজ এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। দিনরাত খেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। ডাঃ সাহা আরো বলেন, নেশামুক্ত ত্রিপুরা ও নেশামুক্ত ভারত গড়ে তোলার জন্য যুবদের খেলাধুলায় আরো অধিক মাত্রায় যুক্ত হতে হবে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, বিধায়ক সুশান্ত দেব, জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মধুপুর প্লে-সেন্টার বনাম মতিনগর প্লে সেন্টার। একাধিক টিম এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে এলাকার জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *