রায়পুর, ৬ নভেম্বর (হি.স.): ছত্তিশগড় কংগ্রেস কমিটির প্রদেশ ইনচার্জ শচীন পাইলট বুধবার দুপুর ১.৪৫ মিনিটে দিল্লি থেকে রায়পুর বিমানবন্দরে পৌঁছাবেন। এদিন দুপুর আড়াইটায় শহীদ পঙ্কজ বিক্রম ওয়ার্ডে রায়পুর দক্ষিণ উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী আকাশ শর্মার পক্ষে প্রচার করবেন তিনি। বিকেল ৪.৩০ মিনিটে রায়পুরের কুশলপুর দশেরা মাঠে নির্বাচনী সভায় অংশ নেবেন। এদিনই রাত ৮.২৫ মিনিটে রায়পুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।
2024-11-06