অপহৃত যুবতীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

আগরতলা, ৪ নভেম্বর : কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে আবারো সরব হলেন কলমচৌড়া এলাকাবাসী। সোমবার বিশালগড় এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা। ২২ অক্টোবর এক মুসলমান ছেলের সাথে পালিয়ে যাওয়া হিন্দু মেয়েকে ফিরে পাওয়ার দাবিতে বক্সনগর থেকে বিশালগড় যাওয়ার সড়ক অবরোধ করে মানিক্যনগর এলাকার জনগণ।

ইতিপূর্বেও ছাত্রীকে ফিরিয়ে আনার দাবিতে থানা চত্বরে ঘেরাও করেছিল স্থানীয় জনগণ। পুলিশকে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং কলেজ ছাত্রী উদ্ধার না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

কিন্তু, এতটা দিন পেরিয়ে গেলেও মেয়েকে খোঁজে পায় নি পুলিশ। স্থানীয় মানুষ চাইছেন পুলিশ তৎপর হয়ে মেয়েকে খোঁজে আনুক। কিন্তু এখনো মেয়েকে ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তারা। তাই, আজ কলেজ ছাত্রীকে ফিরিয়ে আনার দাবিতে রাস্তা অবরোধ করেছে মানিক্যনগর এলাকার জনগণ।

ঘটনার বিবরণে জানা যায়, মানিক্যনগর এলাকার জনগণের দাবি যে কোন মূল্যে মেয়েকে যেন ফিরিয়ে আনা হয়। নয়তো রাস্তা অবরোধ তুলবেননা বলেও জানিয়েছেন অবরোধকারীরা। ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং জনগণের সাথে কথা বলার চেষ্টা করে।

অবরোধকারীরা জানায়, পুলিশকে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ে কিছুই করতে না পেরে পুলিশ আরো সাত দিন সময় তাদের থেকে চেয়ে নিয়েছিল।

এদিকে অবরোধের ফলে সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। এর ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। অবরোধকারীরা পুলিশের বিরুদ্ধে এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করে নি বলে অভিযোগ তুলেন। পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *