কলকাতা, ৪ নভেম্বর (হি.স.) : স্পেনকে হারিয়ে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের শিরোপা জিতল উত্তর কোরিয়া। সোমবার ভোরে টুর্নামেন্টের ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে স্পেনকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উত্তর কোরিয়া। এ নিয়ে তৃতীবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল উত্তর কোরিয়া।
দেড় মাস আগে জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জিতেছিল উত্তর কোরিয়ার মেয়েরা। এবার তৃতীয় বারের মতো অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জিতল । জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়াও এখন সেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল।
দুই দলের প্রথমার্ধ ছিল গোলশূন্য । দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে স্পেন গোল করে এগিয়ে যায়। গোলটি করেন সেলিয়া রদ্রিগেজ। তবে ৫ মিনিট পরেই সমতায় ফেরে উত্তর কোরিয়া। ৬৬ মিনিটে উত্তর কোরিয়ার ইল চং জন গোল করে সমতায় ফেরায় উত্তর কোরিয়াকে। এরপর আর কোনও গোল হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।