ভোপাল, ২ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব শনিবার সকালে ভোপালে নিজ বাসভবনে গোবর্ধন পুজো করেছেন। যথোচিত ধর্মীয় মর্যাদায় গোবর্ধন পুজো করার পাশাপাশি, নিজ হাতে গোমাতাকে খাবারও খাওয়ান মুখ্য়মন্ত্রী মোহন যাদব। পরে মুখ্যমন্ত্রী বলেছেন, “আমাদের সংস্কৃতি উৎসবমুখী। প্রতিটি উৎসব আমাদের জীবনের রহস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ভারত নিজস্ব গবাদিপশুর জন্য পরিচিত। আমাদের সমস্ত ঋষিরা সর্বদা গোমাতার পুজোর উপর জোর দিয়েছেন। মধ্যপ্রদেশ সরকার গবাদি পশুর সুরক্ষার জন্য একটি দুর্দান্ত কাজ করছে।”