স্প্যানিশ ফুটবল: চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৯ পর্যন্ত বার্সেলোনায় থাকলেন ফের্মিন

বার্সিলোনা, ১ নভেম্বর (হি.স.): ২১ বছর বয়সী ফের্মিন লোপেস সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সেলোনা। এই স্প্যানিশ মিডফিল্ডারের রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো। স্প্যানিশ এই মিডফিল্ডারের চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়াল কাতালান ক্লাবটি।

বার্সেলোনার একাডেমির ফের্মিন প্রথমবার মূল দলে সুযোগ পান গত মরসুমে। ভালো পারফরম্যান্সে দেখিয়ে দলে জায়গা পাকা করেন তিনি। ফের্মিন ২০২৩-২৪ মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে গোল করেন ১১টি।

স্পেনের হয়ে ফের্মিন জেতেন ২০২৪ ইউরো। ইউরোতে খুব বেশি খেলার সুযোগ না পেলেও, প্যারিস অলিম্পিকসের ফুটবলে অনূর্ধ্ব-২৩ দলের সোনা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।