নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির প্রবীণ কর্মকর্তা এবং প্রাক্তন বিধায়ক নারায়ণ জি ওরফে ভুলাই ভাইয়ের প্রয়াণে রাজনীতি ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি বলে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর সঙ্গে পুরানো ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী জানান, রাজনীতি এবং সমাজসেবায় অমূল্য অবদান রাখা নারায়ণ জির মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তিনি বিজেপির অন্যতম প্রবীণ এবং পরিশ্রমী কর্মকর্তা ছিলেন, যাকে আমরা ভুলাই ভাই নামেও চিনি। জনকল্যাণে তাঁর কাজ চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকের এই মুহূর্তে আমি তার ভক্ত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ওম শান্তি!
2024-11-01