আগরতলা, ১ নভেম্বর : চড়িলাম ব্লকের বিশ্রামগঞ্জ বাঁশতলী ভিলেজের পূর্ব জোটতলীর বুদ্ধ দেববর্মার স্ত্রী বাসনা দেববর্মার প্রসবের জন্য বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকের কাছে বাসনা দেববর্মার সকল রিপোর্ট দেওয়া হলেও সেগুলো তারা খুলে দেখেন নি বলে অভিযোগ করেন বুদ্ধ দেববর্মা।
সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাসনা ছেলে সন্তান প্রসব করেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও চিকিৎসকরা বাসনা দেববর্মা এবং স্বামী বুদ্ধ দেববর্মার কাছে সদ্যজাত শিশুটিকে নিয়ে আসেন নি। শিশুটির মা বাবা তখন অবধি জানতেন না তাদের শিশু কেমন আছে।
বুদ্ধ সংবাদ মাধ্যমের সম্মুখে এসে জানিয়েছেন, তাদের শিশু জীবিত নাকি মৃত সেটা তাদের বলা হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করানোর পর বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বৃহস্পতিবার সকাল ছয়টায় শিশু এবং মাকে আইজিএম হাসপাতালে স্থানান্তর করা হয়। আইজিএম হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুদ্ধ দেববর্মা ও স্ত্রী বাসনা দেববর্মার বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন।