আগরতলা, ৩০ অক্টোবর: টিএসআর বাহিনীর সার্বিক উন্নতিকল্পে রাজ্য সরকার কাজ করছে। আজ পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিনানকুবরা ২ নং টি এস আর ক্যাম্প পরিদর্শনে গিয়ে একগুচ্ছ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিনানকুবরা ২ নং টি এস আর ক্যাম্প পরিদর্শন করেন। এবং সকল টি এস আর জওয়ানদের সাথে দীপাবলি উৎসব পালন করেন। এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এদিনের পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, টিএসআর জওয়ানদের রেশন মানি ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে। সব র্যাঙ্কের জওয়ানদের জন্য পোশাক ভাতা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হবে।
পাশাপাশি, প্রত্যেক ব্যাটেলিয়নে জিমনাসিয়াম স্থাপনের জন্য ৫ লক্ষ টাকা করে প্রদান করা হবে। টিএসআর ব্যাটেলিয়নে সেবা দিতে ইচ্ছুক মেডিক্যাল অফিসারের সাম্মানিক বর্ধিত করে মাসিক ৬০,০০০- টাকা করা হবে। তাছাড়া, অ্যাডহক ভিত্তিতে ২৪০ জন জওয়ানের পদোন্নতির ব্যবস্থা করা এবং টিএসআর পোস্ট এবং ব্যারাকের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ৫ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হবে বলে ঘোষণা দিলেন তিনি।