রোটারি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

আগরতলা, ২৭ অক্টোবর : রোটারি ক্লাব অফ আগরতলা সিটি, আর এ সি আগরতলা সেন্ট্রাল এবং আর এ সি আগরতলা সিটির যৌথ উদ্যোগে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আনন্দময়ী কালিবাড়িতে রোটারি ক্লাবের ফ্রী ডক্টর ক্লিনিকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্বলন করে এদিনের রক্তদান শিবিরের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সভাপতি ডক্টর নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সঞ্চয় করার উন্নত ব্যবস্থা রয়েছে, তাই রোগীদের অনেকটা সুবিধা হচ্ছে। পাশাপাশি রক্ত থেকে অনুচক্রিকা, শ্বেত রক্ত কণিকা আলাদা করার ব্যবস্থা রয়েছে বলে রোগীদের যখন যেটা প্রয়োজন সেটা সংগ্রহ করতে পারছেন। আজকের এই রক্তদান শিবিরের আয়োজনের প্রশংসা করে রক্তদাতা সকলকে ধন্যবাদ জানান তিনি।