মহিলাদের নিয়ে বিশেষ সদস্যতা পদ অভিযান মহিলা মোর্চার উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর: রবিবার ভারতীয় জনতা পার্টি  মহিলা মোর্চা ৬ আগরতলা মন্ডলের সদস্যতা অভিযান অনুষ্ঠিত হয় ইন্দ্রনগর মন্ডল কার্যালয়ে।  উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি  সহ-সভানেত্রী পাপিয়া দত্ত।

সাংসদ রাজিব ভট্টাচার্য জানান, এদিন দীপাবলি উপলক্ষে মহিলাদের সদস্য পদ অভিযানের আয়োজন করেছেন ৬ আগরতলা মন্ডলের মহিলা মোর্চা। এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। পাশাপাশি তিনি আরো জানান, ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে সাত লক্ষ আশি হাজার সদস্যতা গ্রহণ করা হয়েছে। অফলাইনে প্রায় ২ লক্ষ সদস্যতা পদ সম্পন্ন হয়েছে। বিজেপির উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে রাজ্য সহ দেশের জনগণ বিজেপির সঙ্গে জড়িত হচ্ছে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য।