নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ অক্টোবর: অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানাধীন বাগবাসা বিধানসভার গোবিন্দপুর জিপির তিন নং ওয়ার্ডে। মৃত ব্যক্তির নাম রঞ্জন নমঃ(৫০)। পিতার নাম মৃত নরেশ নমঃ।
জানা গেছে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। পরে বিষয়টি প্রত্যক্ষ করে বাড়ির লোকেরা খবর দেন চুরাইবাড়ি থানায়।পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। আজ মৃতদেহ ময়নাতদন্তের পর আত্মীয় পরিজনদের হাতে তুলে দেবে চুড়াইবাড়ি থানার পুলিশ। মৃত ব্যক্তির স্ত্রী সহ সন্তানাদি রয়েছে। এই অসহয় পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা বিধায়ক সহ সিও ও ডিসির হস্তক্ষেপ কামনা করেছেন। উক্ত দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোবিন্দপুর এলাকায়।

