BRAKING NEWS

দুর্গাপুরে বিধাননগরে ছিনতাইবাজদের দৌরাত্ম, জখম ১ তরুনী

দুর্গাপুর, ২৪ অক্টোবর:-ইভটিজিংয়ের আতঙ্ক! অন্ধকার নামলেই ছিনতাইবাজদের দৌরাত্ম। কর্মস্থলে যাওয়ার পথে মহিলা নিরাপত্তারক্ষীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা। বরাত জোরে প্রানে বাঁচল মহিলা নিরাপত্তারক্ষী। তিনদিনে দু-দুটি ঘটনায় প্রশ্ন উঠল রাতের শহরে নিরাপত্তায়। বুধবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, দুর্গাপুর বিধাননগরে আরোন্যক বাসস্ট্যান্ড থেকে দিল্লী পাবলিক স্কুল রোডে। পুলিশ টহলের দাবী জানিয়েছে শহরের এক বেসরকারী নার্সিং কলেজ কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে কমিশনারেট পুলিশ। ঘটনায় জানা গেছে, দুর্গাপুর বিধাননগর আরোন্যক বাসস্ট্যান্ড থেকে দিল্লী পাবলিক স্কুল সড়কের ওপর রয়েছে নার্সিং কলেজের হোষ্টেল, বেসরকারী সংস্থার আইটিও প্রতিষ্ঠান। একাধিক ইংরাজি মাধ্যম স্কুল। স্বাভাবিকভাবেই সড়কটি যথেষ্ট গুরুত্বপুর্ন। অভিযোগ, গত কয়েকদিন ধরে ছিনতাইবাজদের দৌরাত্ম শুরু হয়েছে। নম্বরবীহিন মোটরবাইকে জনা কয়েক দুস্কৃতির অবাধ বিচরন শুরু হয়েছে। আর সুযোগ বুঝেই বিভিন্ন প্রতিষ্ঠান ও কলেজের মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। তাদের কাছ থেকে মোবাইল, ব্যাগ গহনা ছিনতাইয়ের চেষ্টা চলছে। আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। ছিনতাইবাজদের গ্রাস থেকে ফেরাবেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ফেকেলটি সুরভি দত্ত জানান,” আমরা দুই সহকর্মী অন্যান্য দিনের মতই গত ২২ অক্টবোর কলেজ থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে হোষ্টেলে যাচ্ছিলাম। সন্ধ্যা ৭ টা নাগাদ  আইটি পার্কের পিছনে সড়কের ওপর নম্বরবীহিন মোটরবাইকে তিন যুবক আমার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেটা আটকাতেই, কিছুটা দুরে আমাদের সামনে দাঁড়ায় ওই যুবকরা। বাইক থেকে নেমে আমাদের দিক আসছিল, ওইসময় সামনে দিক থেকে একটা চারচাকা গাড়ি আসতেই, গাড়ি গাড়ি বলে আমরা চিৎকার শুরু করি। গাড়ি দেখে তিনজনই সেখান থেকে চম্পট দেয়।” আর এক ফেকেলটি অর্পিতা মিশ্র জানান,” কলেজের পিছনের ওই রাস্তার দুপাশে ঝোঁপ জঙ্গলে ভর্তি। সন্ধ্যার পর যানবাহন খুব যাওয়া আসা করে। যুবকরা যখন টার্গেট করেছিল, ওইসময় চারচাকা গাড়িটা আসতেই আমরা বরাত জোরে অঘটন থেকে বেঁচে যাই। আমাদের ওপর অসভ্যতা করার টার্গেট করছিল। চারচাকা গাড়িটাা না আসলে হয়তো আমাদের ওপর হামলা করত। ঘটনার পর চরম আতঙ্কে। গোটা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি।” বুধবার রাত্রে একইরকমভাবে আক্রান্তের শিকার হয় কবিতা রজক নামে ওই কলেজের হোষ্টেলের এক মহিলা নিরাপত্তারক্ষী। এদিন রাত্রে ডিউটিতে আসার পথে একইরকমভাবে নম্বরবীহিন মোটরবাইকে দুই যুবক পিছু ধাওয়া করে বলে অভিযোগ। কবিতা রজক জানান,” নাইট শিফট ডিউটি ছিল। আরোন্যক বাস থেকে নেমে হোস্টেলের দিকে হেঁটে আসছিলাম। মাঝপথে দুজন মোটরবাইকে আসে দুস্কৃতিরা আমার হাত থেকে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। হাতের ব্যাগ ধরে টানা হেঁচড়া করার সময় দুজন পড়ে যায়। আমিও রাস্তার ওপর পড়ে যাই। মাথায় লাগে। দুস্কৃতিদের হাতে মাথায় লেগেছে। ওইসময় পিছন থেকে একটা মোটরবাইক আসতেই ওই দুই যুবক পালিয়ে যায়। আহত পড়ে থাকতে দেখে পরে আসা ওই মোটরবাইক আরোহী আমাকে হোষ্টেলে পৌঁছে দেয়। তারপর সেখান থেকে হাসপাতালে নিয়ে যায় আমাকে। ঘটনার পর চরম আতঙ্কে রয়েছি।” বৃহঃস্পতিবার বেসরকারী ওই ডিএসএমএস নার্সিং কলেজ কর্তৃপক্ষ দুর্গাপুর নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কলেজের পক্ষ থেকে বিধান সরকার জানান,” গত কয়েকদিন ধরে যেভাবে ছিনতাইবাজদের দৌরাত্ম বেড়েছে তাতে আতঙ্কিত। ওই রাস্তার ওপর পুলিশ টহলের দাবী জানিয়েছি।” এদিকে একের পর এক ঘটনায় শহরে নিরাপত্তায় প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, গত ২০২৩ সালের ডিসেম্বরের গোড়াতে বিধাননগরে হাসপাতালের কর্মস্থল থেকে ফেরার পথে দুস্কৃতির পাশবিক আক্রমনের শিকার হয় এক ভিনরাজ্যের তরুনী নার্স। ঘটনায় এক যুবক গ্রেফতার হয়েছিল। তারপর ওইবছরই ১৭ ডিসেম্বর বিকালে  নিউটাউনশিপ থানার এবিএলের জঙ্গলে বাড়ি পৌঁছানোর নাম করে এক মূক ও বধির তরুনীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরে তার তরুনীর জামাইবাবুর নজরে পড়তেই তরুনীকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিধাননগরে ওইসব এলাকায়সন্ধ্যার অন্ধকার নামতেই ওই রাস্তার পাশে ঝোঁপজঙ্গলে মদ, গাঁজা ও সমাজবিরোধীদের আসর বসে। ফলে রাতের অন্ধকারে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এদিকে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই বলেন,” দুর্গাপুর শহরে সমাজবিরোধীদের আঁখড়া তৈরী হয়েছে। শহরে নিরাপত্তা তলানিতে। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অপরাধীর গ্রেফতারের দাবী জানাচ্ছি।” আসানসোল-দুর্গাপুর কমিশনারেট ডিসি (পুর্ব) অভিষেক গুপ্তা জানান,” অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *