পশ্চিম জেলাভিত্তিক হ্যান্ডবল আসরের জন্য সদর দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আসন্ন পশ্চিম জেলা ভিত্তিক হ্যান্ডবল চ্যাম্পিয়ন শিপের জন্য সদর দলের বাছাইকৃত খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর মোহনপুর, সদর, জিরানিয়া তিনটি সাব ডিভিশনের খেলোয়ারদের মধ্যে প্রতিযোগিতামূলক হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে সদর সাব ডিভিশনের খেলোয়ারদের নিয়ে এক নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়েছে। তাতে সদরের ছেলে-মেয়েদের উপস্থিতি বেশ নজর কেড়েছে। ‌ ছেলেরা ৩০ জন এবং মেয়েরা ২৫ জন সিলেকশন ট্রায়ালে উপস্থিত হলে তাদের থেকে পারফরম্যান্সের ভিত্তিতে ১২ জন করে ছেলে ও মেয়েদের দুটো পৃথক দল গঠন করা হয়েছে। আসন্ন প্রতিযোগিতার জন্য সদর দলের বাছাইকৃত খেলোয়াড়রা হলো বালক বিভাগে: ভিকি সাহা, সঞ্জয় দাস, রাহুল সাহা, দীপঙ্কর বণিক, আকাশ সূত্রধর, সৌরভ সাহা, সম্রাট নন্দী, রণিত পাল, তুহিন কুমার পাল, আকাশ দেববর্মা, জয় সূত্রধর, সিকান্দার মিয়া। বালিকা বিভাগ: অনুরূপা সূত্রধর, জয়া দেবনাথ, রীনা দাস, সাগরিকা আচার্য, অবন্তিকা ভৌমিক, রেশমি সাহা, তনুশ্রী সাহা, আলিশা পাল, সঞ্চিতা দাস, অস্মিতা নমঃ, রাবেয়া বেগম ও পিংকি দাস।