BRAKING NEWS

নাইডু ট্রফি : ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে ত্রিপুরা

ইনিংস পরাজয় এড়াতে লড়ছে আনন্দ, সেন্টুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নিশ্চিত পরাজয়ের সম্মুখীন ত্রিপুরা। তাও একেবারে ইনিংস সহ বড় রানের ব্যবধানে। ক্রিকেট মহলে এখন একটাই প্রশ্ন আনন্দ, সেন্টুরা কি পারবে, ইনিংস পরাজয় এড়াতে? প্রতিপক্ষ কর্ণাটক। পাঁচ শতাধিক রান গড়ে তাঁরা এখন খোশ মেজাজে। ত্রিপুরার ব্যাটার্সরা যথেষ্ট শক্ত চ্যালেঞ্জের মুখে। ‌ কি করে যে তাঁরা মোকাবেলা করবে বুঝে উঠতে পারছে না। কর্ণাটকের পাহাড় প্রমাণ রানের জবাবে ত্রিপুরা ১০৪ রানে প্রথম ইনিংস শেষ করে, ফলোয়নে খেলতে নেমে দিনের খেলা শেষে আরও একটি উইকেট হারিয়ে সাকূল্যে ৪০ রান সংগ্রহ করেছে। স্কোরকার্ডের হিসেবে ত্রিপুরা এখনও ৪৩৬ রানে পিছিয়ে রয়েছে। হাতে উইকেট অবশিষ্ট নয়টি। ৪০৭ রানের পাশাপাশি নয় উইকেট হাতে নিয়ে কর্ণাটক আজ, সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে আরও ৪ উইকেট হারিয়ে ৫৮০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে দেয়। ওপেনার ম্যাকনেইল জীবনের সেরা ইনিংস টি খেলে নিয়েছে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। ম্যাকনেইল ৩৪৮ বল খেলে ২৩ টি বাউন্ডারি ও ২৫ টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩৪৫ রান সংগ্রহ করে তাক লাগিয়ে দিয়েছে। বাউন্ডারি, ওভার বাউন্ডারির ফুলঝুরি দর্শকরাও দারুন ভাবে উপভোগ করেছেন। এছাড়া, বিশাল উনাতের ১০৬ রানও উল্লেখযোগ্য। প্রকার চতুর্বেদী ৯ রানের জন্য শতরান হাতছাড়া করে প্যাভেলিয়নে ফিরেছিল। আগরতলার নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সফরকারী কর্ণাটক বনাম ত্রিপুরার কর্নেল সি কে নাইডু ট্রফি ম্যাচ রবিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন পুরোটা দখল করে কর্ণাটক একদিকে পাহাড় প্রমাণ রান সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল। অপরদিকে দিনভর খেলে আজ, সোমবার দ্বিতীয় দিনও দাপট দেখিয়েছে। জবাবে ত্রিপুরা ৩০ ওভারে ১০৪ রানে প্রথম ইনিংস গুটিয়ে নেয়। দুর্লভ রায় অপরাজিত থেকে ৩২ রান সংগ্রহ না করলে ত্রিপুরার স্কোর শতরানের গণ্ডি পার হয় না। ৪৭৬ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা ফলোয়নে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১৯ ওভারে এক উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে। ঋতুরাজ ১১ রানে এবং আনন্দ ভৌমিক ২১ রানে উইকেটে রয়েছেন। প্রথম ইনিংসে কর্ণাটকের শশী কুমার ২০ রানে  ৭টি উইকেট তুলে নিয়ে বেশ নজর কেড়েছেন। গ্রুপের অপর খেলায় চন্ডিগড়ের বিরুদ্ধে তামিলনাড়ু প্রথম ইনিংসে লিভ নিয়ে খেলছে। মহারাষ্ট্রের ৩৯৩ রানের জবাবে উড়িষ্যা দিনের শেষে ৮৬ রান সংগ্রহ করেছে। বৃষ্টি বিঘ্নিত খেলায় কেরালা উত্তরাখণ্ডের বিরুদ্ধে চার উইকেটে ৩২৬ রানে খেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *