BRAKING NEWS

৩০০ টেস্ট উইকেট নিলেন কাগিসো রাবাদা

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাদা। সোমবার ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের প্রথম দিনে একটি বড় মাইলফলক অর্জন করলেন। রাবাদা ষষ্ঠ দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। রাবাদার আগে দক্ষিণ আফ্রিকার আর যে সব  কিংবদন্তি এই তালিকায় আছেন, তারা হলেন – ডেল স্টেইন, শন পোলক, মর্নি মরকেল, মাখাইয়া এনটিনি এবং অ্যালান ডোনাল্ড।

কাগিসো রাবাদা সোমবার  সকালে বাংলাদেশের  মুশফিকুর রহিমকে আউট করার পর এই কৃতিত্ব অর্জন করেন। ডেল স্টেইন এবং অ্যালান ডোনাল্ডের পর তৃতীয় দ্রুততম দক্ষিণ আফ্রিকান বোলার রাবাদা টেস্ট ফরম্যাটে ৩০০ উইকেট নিলেন। যেখানে রাবাদা  ৬৫তম টেস্ট ম্যাচে এই মাইলফলক অর্জন করলেন। আর স্টেইন ২০১৩ সালে ৬১তম টেস্টে এবং ২০০০ সালে ডোনাল্ড তার ৬৩তম টেস্টে এটি অর্জন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *