চণ্ডীগড়, ১৮ অক্টোবর (হি.স.): পঞ্জাব পুলিশ সীমান্তবর্তী জেলা পাঠানকোট থেকে হেরোইন-সহ একজনকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। যার বাজারমূল্য প্রায় কোটি টাকার মতো বলে জানা যাচ্ছে। পঞ্জাব পুলিশের মহানির্দেশক গৌরব যাদব শুক্রবার জানিয়েছেন এই বিষয়ে।
জানা গেছে, গ্রেফতার হওয়া যুবক পাকিস্তানের মাদক কারবারীদের সংযোগে ছিল। পাকিস্তানি মাদক কারবারীরা ড্রোনের সাহায্যে পঞ্জাব সীমান্তে মাদক পৌঁছে দিত এবং এই অভিযুক্ত সেগুলি এলাকায় ছড়িয়ে দিত।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও অনেকের যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।