চন্ডীগড়, ১৮ অক্টোবর (হি.স.): হরিয়ানার মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার বুঝে নিলেন নায়াব সিং সাইনি। শুক্রবার দুপুরে চন্ডীগড়ে, হরিয়ানা সিভিল সেক্রেটারিয়াটে (সচিবালয়) গিয়ে মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার বুঝে নেন মুখ্যমন্ত্রী সাইনি। এর আগে এদিন সকালে সচিবালয়ে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয় সাইনিকে।
গার্ড অফ অনার অভিবাদন প্রক্রিয়া শেষে, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি ও সদ্য নিযুক্ত মন্ত্রীরা সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের জন্য চণ্ডীগড়ে হরিয়ানা সিভিল সেক্রেটারিয়েটে পৌঁছন। সাইনি প্রথমে নিজ পদের দায়িত্ব বুঝে নেন। এরপর শুরু হয় প্রথম মন্ত্রিসভার বৈঠক।