ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ অভিযান শুরু ত্রিপুরার মেয়েদের। গ্রুপ লীগের খেলায় প্রথম ম্যাচে জয়ের আনন্দটাই আলাদা। চেষ্টা থাকবে জয়ের ধারা অব্যাহত রেখে সাফল্যের লক্ষ্যে পৌঁছানো। খেলা বিসিসিআই আয়োজিত সিনিয়র মহিলাদের জাতীয় টি-টোয়েন্টি ট্রফি ক্রিকেটের। গ্রুপ ডি-এর সাতদলীয় লীগের খেলা হচ্ছে লখনৌতে। প্রথম ম্যাচে ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেট দল ৭২ রানের বড় ব্যবধানে সিকিম কে পরাজিত করে দারুন সূচনা করেছে। লখনৌতে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরা দলের ক্যাপ্টেন অন্নপূর্ণা দাস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ওপেনার মৌচৈতি দেবনাথ এর দুর্দান্ত ৫৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ত্রিপুরা দল ৩ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। ওপেনার মৌচৈতি একান্ন বল খেলে পাঁচটি বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ রান সংগ্রহ করে। এছাড়া অম্বিকা দেবনাথ ১১ রানে ও তামান্না নিগম ১০ রানে পেভেলিয়নে ফিরলেও ঋজু সাহা ২৫ রানে অপরাজিত ছিল। মৌটুসী দেও উইকেটে ছিল অপরাজিত ভূমিকায়। অতিরিক্ত ১৪ রান দলের স্কোর সমৃদ্ধ করেছে। সিকিমের লিজা, প্রনিতা ও প্রমীলা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সিকিমের ব্যাটার্সরা ত্রিপুরার বোলারদের সম্মিলিত দাপটে তেমন রান সংগ্রহ করতে পারেনি। ৭ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। পূর্নী মায়া-গুরুনি সর্বাধিক ১৭ রান পায়। দু-জন রান আউটের শিকার হলেও ত্রিপুরা দলের বোলার প্রিয়াঙ্কা আচার্য, রেশমা নায়েক, তামান্না নিগম, অন্নপূর্ণা দাস ও পূজা দাস প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের সুবাদে চার পয়েন্ট প্রাপ্তি এবং রান রেটের নিরিখে ত্রিপুরা দল আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। গ্রুপের অপর খেলায় হিমাচল প্রদেশ ৮ উইকেট এর ব্যবধানে কেরালা কে পরাজিত করেছে। কেরালা প্রথমে ব্যাট করতে নেমে ৮৯ রানের টার্গেট ছুঁড়ে দিলে হিমাচল প্রদেশ ১৬.১ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অপর খেলায় রেলওয়ে পরাজিত করেছে হরিয়ানাকে। আগামীকাল ত্রিপুরা খেলবে রেলওয়েজের বিরুদ্ধে। অপর দুটি ম্যাচে হরিয়ানা-হিমাচল প্রদেশ এবং চন্ডিগড়-সিকিম পরস্পরের বিরুদ্ধে খেলবে।