ভোপালে দুর্গা পুজোর প্যান্ডেলের হাই টেনশন তারের সংস্পর্শে এসে দগ্ধ  চার যুবক

 ভোপাল, ১২ অক্টোবর (হি.স.) : দুর্গা পুজোর প্যান্ডেলের মাইকের তার মেরামত করতে গিয়ে  হাই টেনশন লাইনের সংস্পর্শে এসে দগ্ধ হয় চার যুবক। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের করন্দ এলাকার নিশাতপুরায় অবস্থিত রতন কলোনিতে।  চারজনই দুর্গা উৎসব কমিটির সদস্য।  তাকে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নবমীর জন্য গভীর রাত পর্যন্ত দুর্গা পুজোর প্যান্ডেলে ধর্মীয় অনুষ্ঠান চলছিল।  এদিকে মাইক মেরামত করতে এক যুবক পাইপ দিয়ে উপরে ওঠে।  সেখান দিয়ে একটি হাই টেনশন বৈদ্যুতিক লাইনের তার ছিল। সেই তারের সংস্পর্শে আসে ওই যুবক।  তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়।  দগ্ধ যুবকদের মধ্যে রয়েছে মাখন সাহু (৩৫), ভিপিন জাটভ (১৭), দিনেশ বিরজা (২১) এবং রোহন জাটভ (২১)৷  দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মী পঙ্কজ যাদব ও বিদ্যুৎ সংস্থার দল।  এর পর ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। 

  দমকল কর্মী যাদব জানান, দগ্ধ যুবকদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৫ বছর বয়সী মাখন সাহুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।