গুজরাটের মেহসানায় বেসরকারি কোম্পানির দেওয়াল ভেঙে মৃত ৭, উদ্ধারকাজ অব্যাহত

মেহসানা, ১২ অক্টোবর (হি.স.): গুজরাটের মেহসানা জেলায় একটি বেসরকারি কোম্পানির দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৭ জনের। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেহসানা জেলার কাদি তালুকার অন্তর্গত জসলপুর গ্রামের কাছে। মর্মান্তিক এই ঘটনার পরই উদ্ধারকাজে নামে পুলিশ ও প্রশাসন।মেহসানার জেলা উন্নয়ন আধিকারিক (ডিডিও) হাসরাত জেসমিন বলেছেন, “এটি একটি বেসরকারী সংস্থা যা নির্মীয়মান ছিল। ঘটনাটি ঘটেছে দুপুর ১.৪৫ মিনিট নাগাদ। আমাদের তথ্য অনুযায়ী, ৯-১০ জন আটকে পড়েন, যার মধ্যে ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। একটি ১৯ বছর বয়সী যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তার বক্তব্য অনুযায়ী, ২-৩ জন এখনও আটকে পড়ে আছেন।