ওয়েম্বলি, ১১ অক্টোবর (হি.স.) : উয়েফা নেশন্স লিগের ম্যাচে বৃহস্পতিবার ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় গ্রিস। গ্রিসের ফুটবল ইতিহাসের স্মরণীয় জয়গুলির একটি। তার পরও ম্যাচ শেষে বাঁধনহারা উদযাপন দেখা গেল না খেলোয়াড়দের মধ্যে। উল্লাসে মেতে উঠলেন না কেউ। আগের দিন এক সতীর্থকে অকালে হারানোর বেদনায় ভারাক্রান্ত গ্রিক ফুটবলাদের হৃদয়! উল্লেখ্য বুধবার রাতে এথেন্সের শহরতলি গ্লিফাদায় বাড়ির সুইমিং পুল থেকে ৩১ বছর বয়সী গ্রিস ডিফেন্ডার জর্জ বলডকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর কারণ জানা যায়নি এখনও চলছে তদন্ত।
2024-10-11