কলকাতা, ১১ অক্টোবর (হি.স.): দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে স্লোগান তুলেছিলেন। তার পরই গ্রেফতার হয়েছেন ন’জন। বৃহস্পতিবার নিম্ন আদালত ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
শুক্রবার নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই ন’জনের পরিবার দ্বারস্থ হয়েছে কলকাতা হাই কোর্টের। আদালত ওই আবেদনে সাড়া দিয়েছে। দুর্গাপুজোর নবমীর দিন দুপুরে বিচারপতি শম্পা সরকারের এজলাসে ওই মামলার শুনানির সম্ভাবনা। হাই কোর্টের একটি সূত্রে খবর, দুপুর শুরু হয়েছে শুনানি।
বৃহস্পতিবার সপ্তমীতে ‘ত্রিধারা সম্মিলনী’ মণ্ডপে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে স্লোগান দেন জনা কয়েক দর্শনার্থী। সেখান থেকে ন’জনকে প্রথমে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

