২০২৫ সালে জানুয়ারিতে হবে হলদিয়া উৎসব

হলদিয়া, ১১ অক্টোবর (হি.স.): শুক্রবার হলদিয়া দুর্গোৎসব কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পূজা কমিটির সভাপতি সুদীপ্তন শেঠ ও ডঃ স্পর্শিতা পন্ডা শেঠ জানান, প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের ইচ্ছা অনুসারে ২০২৫ সালের জানুয়ারি মাসে রাণীচকের সংহতি ময়দানে হলদিয়া উৎসব অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০০৭ সালে শেষ হলদিয়া উৎসব হয়েছিল টাউনশিপ হেলিপ্যাড ময়দানে।