করিমগঞ্জ (অসম), ৯ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলা সদরে অবস্থিত পূর্ব কানিশাইলের বাসিন্দা তথা কানিশাইলের নবপ্রতিষ্ঠিত বেসরকারি হাইস্কুল নবজাগরণ শিক্ষা নিকেতনের অন্যতম কর্ণধার, তরুণ আলিম মাওলানা আবুল হুসাইন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ৮.৪৫-এ করিমগঞ্জ সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মাওলানা আবুল হুসাইন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। রেখে গেছেন স্ত্রী, মা বাবা, চার বোন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণমুক্ত ছাত্রছাত্রীকে।
আলিম মাওলানা আবুল হুসাইনের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই অসংখ্য সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর কানিশাইলে অবস্থিত বাড়িতে জমায়েত হতে থাকেন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিকাল ৪:১৫ মিনিটে কানিশাইলের ঐতিহ্যবাহী ডেলিটিলা ঈদগাহ ময়দানে হাজার হাজার শোকার্ত মানুষের উপস্থিতিতে প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ করান মাওলানা ফরিদ উদ্দিন। নামাজ শেষে তাঁকে ডেলিটিলার গোরস্থানে কবরস্থ করা হয়েছে।
তরুণ আলিম মাওলানা আবুল হুসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপূর্ব ভারতের আমিরে শরিয়ত হজরত মাওলানা ইউসুফ আলি, করিমগঞ্জ জেলা এমারতে শরিয়াহের সভাপতি, মুহাদ্দিস মুফতি আব্দুল বাসিত আল ক্বাছিমি, সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া ক্বাছিমি, ইয়ং সোসাইটি করিমগঞ্জের পক্ষে এ জেড এম ইকবাল খান, সাংবাদিক অরূপ রায়, এসএম জাহির আব্বাস, আজহার উদ্দিন প্রমুখ। এদিকে আবুল হুসাইনের মৃত্যুতে করিমগঞ্জ জেলা নদওয়ার উদ্যোগে জেলা কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মাওলানা আবুল হুসাইন পূর্ব কানিশাইলের বাসিন্দা, বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব, করিমগঞ্জ সরকারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত আবুল বসরের নাতি এবং ভিকমচাঁদ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজ আবুল লতিফের একমাত্র পুত্র ছিলেন।