আগরতলা, ৮ অক্টোবর : সীমান্তে মাদক পাচারকালে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশী দুষ্কৃতি। আজ বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
বিএসএফ বিবৃতিতে জানিয়েছে, গতকাল বাংলাদেশী দুর্বৃত্তদের বড় দল ধারালো অস্ত্র সজ্জিত নিয়ে সিপাহীজলা জেলার বর্ডার আউট পোস্ট সালপোখর এলাকায় মাদক পাচারের চেষ্টা করেছিলেন। ওই সময় বিএসএফ জওয়ানরা দুর্বৃত্তদের পাচারকার্যে বাঁধা দিলে তারা জওয়ানদের উপর আক্রমণ চালায়। তাতে গুরুতর আহত হয়েছে এক বিএসএফ জওয়ান। পরবর্তী সময়ে রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে দুষ্কৃতকারীরা। পরবর্তী সময়ে হামলাকারী বাংলাদেশি দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে আত্মরক্ষার্থে ০২ রাউন্ড গুলি করা হয়। সাথে সাথে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৩০ মিটার ভেতরে ১ জন দুর্বৃত্তের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহত বাংলাদেশের বাসিন্দা কামাল হোসেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাপুর থানা একটি এফআইআর দায়ের করা হয়েছে। .
আজ এবিষয়ে বিজিবির সাথে একটি সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকও হয়েছিল। যেখানে বিএসএফ ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে বিডি দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত হামলা এবং এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।