শিলিগুড়িতে চুরির অভিযোগে গ্রেফতার এক, উদ্ধার চোরাই সামগ্রী

 শিলিগুড়ি, ৭ অক্টোবর (হি.স.) :  চুরির অভিযোগে এক চোরকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ।  অভিযুক্তর নাম করণ  সুব্বা।  তিনি শিলিগুড়ি গুরুং বস্তি এলাকার বাসিন্দা।  সোমবার পুলিশ এ তথ্য জানায়।  প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর থানাধীন কালকোট এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।  ২৭ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।  অভিযোগের পরে তদন্তে পুলিশ শিলিগুড়ি জংশন এলাকা থেকে করণ সুব্বাকে গ্রেফতার করে।  জিজ্ঞাসাবাদের পর সুব্বা তার অপরাধ স্বীকার করেছে।  অভিযুক্তের বয়ানের ভিত্তিতে চম্পাসরি থেকে চোরাই সামগ্রী উদ্ধার করা হয়।  অভিযুক্তর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।